এইটা কোনো কথা হলো! থাকি কিসের খাঁচাতে?
লাইভে এসে কাঁদল পরী, আসলো না কেউ বাঁচাতে!
পিয়াসা, মৌ আগেই ধরা, ধরলো এবার পরীকে!
নিন্দা জানাই, নিন্দা জানাই এমন ধরাধরিকে।
র্যাব-পুলিশের দায়িত্ব কী? সমস্যা কী নজরে?
কারো বাসায় যাচ্ছে জোহর, কারো বাসায় ফজরে!
খারাপ জিনিস খোঁজাও খারাপ, পারছে না কেউ বোঝাতে?
নজর কেন সারাক্ষণই মদের বোতল খোঁজাতে?
এ মদ বুঝি নায়িকা খায়! খায় তো মেহমানেরা!
চৌধুরীরা, সিকদারেরা, কিংবা এলিট খানেরা।
এটাও তো ঠিক, মদ না খেলে এসব ধনকুবেরে
কোন উপায়ে বিছানাতে শান্তি নিয়ে শুবে রে!
হৃদয় আমার ভেঙে গেছে পরীমনির আটকে
শিলপাটাতে আমায় ফেলে পুতায় ঘষে বাটো কে?
লাইভে এসে মিষ্টি পরী ডাকলে না ক্যান আমাকে?
আমায় ফেলে ডাকলে কিনা ভ্যাজাল দীপু মামাকে?
আমায় যদি ডাকতে তুমি, দিতাম আমি হাজিরা
পারত নাকি তোমায় নিতে কালো পোশাক পাজিরা?
বাঁচালো না কোনো নায়ক, চয়নিকা মমও না?
কষ্ট আমার পরীর থেকে দুয়েক ছটাক কমও না।
পরী ছাড়া আমার জীবন অচল, এটা বোঝো কে?
কোথায় গেলে পাব পরী, লাগলে যাব দোজখে!
কোথায় পাব? কোথায় পাব! পারবে কি কেউ জানাতে?
পরীর খোঁজে জেলে যাব? প্রথম যাব থানাতে?
খুঁজতে গেলে মারবে না তো? পুলিশ লাঠির ছোঁয়াতে!
পরীর প্রেমে পাগল হয়ে চাই না জীবন খোয়াতে।
পরীকে কি ভুলে যাব? আমি তেমন ছেলে না
দেখে রেখ জেলে ওকে পিয়াসা, মৌ, হেলেনা।