স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় গতকাল কসাই বাড়ি এলাকাধীন হোটেল আমিরস এ মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি মোঃ বদরুল আলম মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশ বাংলা কল্যান ট্রাস্ট এর প্রতিষ্টাতা মোঃ আব্দুল ওহাব লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, এটিএন লাইভ স্টাইল ডটনেটের সম্পাদক শেখ জুয়েল আনান্দ,ভিন্নমাত্রার প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, এটিএন নিউজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি,গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আব্দুস সালাম শান্ত।
রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সকল বক্তারা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। রাষ্ট্র উন্নয়নে গণমাধ্যম কর্মীরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। সমাজে যত অপরাধ, দুর্নীতি, অবিচার সহ সকল অনিময়ের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা রুখে দাঁড়াচ্ছে। রাষ্ট্র কে সঠিক পথে পরিচালিত করার জন্য সর্বদা তৎপর থাকে গণমাধ্যম কর্মীরা ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনঅনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী মাহফুজ খোকন, মো: রিপন মিয়া,কাউসার মোড়ল, জাহাঙ্গীর শিকদার, তানজিম মাহমুদ তনু, জুবায়ের আহমেদ, সেকেন্দার আলী, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম, নার্গিস সুলতানা, তমা,আমিনুল ইসলাম শাহীন, মিজানুর রহমান, ইব্রাহিম প্রমুখ।