ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় শেখ রবিউল ইসলামের পাশে
দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রী আজ
সচিবালয়ে ক্রিকেটার রবিউলের হাতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে দুই
লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক এ
কীর্তিমান ক্রিকেটার দীর্ঘদিন যাবৎ নাক ও নাভীর পীড়াসহ শারীরিক নানা জটিলতায়
ভুগছিলেন। তাছাড়া তার বৃদ্ধ মাতাও অসুস্থ অবস্থায় আছেন।
ক্রিকেটার রবিউল ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট
দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট ম্যাচ, ৩টি ১ দিনের
ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচের প্রতিনিধিত্ব করেন। তিনি জিম্বাবুয়ের সফরের টেস্ট
সিরিজের ১৫টি উইকেট শিকার করে ম্যান অভ্‌ দ্য সিরিজ নির্বাচিত হন যা দেশের বাইরে
এখনও পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে একটি অনন্য রেকর্ড।
চেক প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, সরকার সব সময় খেলোয়াড়দের যে কোন
দুরাবস্থায় পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত
থাকবে। এসময় ক্রিকেটার রবিউল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা
ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া প্রতিমন্ত্রী ফাউন্ডেশন হতে আম্পায়ার নাদির শাহের
চিকিৎসার জন্যও ২ লাখ টাকা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here