ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে।
মন্ত্রী আজ শেখ কামাল স্টেডিয়ামে লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সিভিল সার্জন ডা. নির্মলেন্দ রায় প্রমুখ।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব। তিনি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে  সরকার দেশে ক্রীড়া অবকাঠামো তৈরি করছে।
মন্ত্রী খেলাধুলার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চায় শিশু-কিশোরদের উৎসাহী করতে শিক্ষক, অভিভাবক ও সংগঠকদের আহ্বান জানান।
পরে মন্ত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here