ঢাকা, ২০ জ্যৈষ্ঠ, ৩ জুন, ২০২২:

কোভিড পরিস্থিতির কারণে শেষ দুই বছর বিশাল বহর নিয়ে সফর করেছে বাংলাদেশ। কিন্তু এখন সেই বাস্তবতায় নেই। এজন্য সফরে খেলোয়াড় সংখ্যা কমানোর চিন্তা করছে বিসিবি।

বৃহস্পতিবার (২ জুন) বোর্ড সভা থেকে বেরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার।’

তিনি বলেন, ‘এত বেশি করে দেওয়ার পরেও পাওয়া যাচ্ছে না। খরচ একটা বড় ইস্যু। সেজন্য আজকের সভায় আমরা বলেছি, এই খরচ কমিয়ে আনতে হবে। এতদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতা স্বরূপ অনেক বাড়তি খেলোয়াড়-স্টাফ পাঠিয়েছি। এখন আর সেই পরিস্থিতি নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে হবে।’

চার ভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার রাতে প্রথম বহর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দেবে। এরপর ধাপে ধাপে যাবে বাকিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here