ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
সাবেক জাতীয় ক্রিকেটার ও আইসিসির প্যানেল আম্পায়ার নাদির শাহ এর মৃত্যুতে
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
ক্রিকেট মাঠে দাপটের সঙ্গে বিচরণ করা এই আম্পায়ার দীর্ঘদিন যাবত দূরারোগ্য
ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছিলেন। তিনি আজ ভোরে রাজধানীর একটি
হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আম্পায়ার নাদির শাহ ক্রিকেটাঙ্গনের
অত্যন্ত সুপরিচিত মুখ ছিলেন। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। দেশের
ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর যে অনন্য অবদান তা জাতি চিরকাল কৃতজ্ঞ চিত্তে স্মরণ
করবে। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী
আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার নাদির শাহ ৬টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও
৩টি টি-টোয়েন্টি ম্যাচে পরিচালনার দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে
জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here