স্পোর্টস ডেস্ক, ২৬ কার্তিক (১১ নভেম্বর):

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে কে? উত্তরটা জানা যাবে আজ রাতেই। কিউইদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত ৮টায় মাঠে নামছে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার চাইতে মনস্তাত্ত্বিকভাবে একটু এগিয়ে থেকেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে নামবে পাকিস্তান। কেননা মুখোমুখি দেখায় অস্ট্রেলিয়ার চাইতে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে রয়েছে পাক ক্রিকেট দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি ২৩ দেখায় অস্ট্রেলিয়ার জয় যেখানে ৯ ম্যাচে, সেখানে ১৩ জয় পাকিস্তানের। এ ছাড়াও গ্রুপের শীর্ষে থেকে সুপার টুয়েলভ পর্ব শেষ করায় বাড়তি আত্মবিশ্বাসী পাকিস্তানি শিবির।

তবে অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবে না। দলটির ক্রিকেটাররা সবাই বড় মঞ্চের খেলোয়াড়। কঠিন এবং চাপের মুহূর্তে নিজেদের সেরাটা দিতে জুড়ি নেই ওয়ার্নার-স্টার্কদের। দুই দলের মধ্যে আজ যে তাই বেশ উপভোগ্য এক লড়াই হবে, তা আর না বললেও চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here