শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরায় মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ডিবিসি চ্যানেলের পরিচালক ও তার পরিবারের নামে মিথ্যা সংবাদ প্রচার:থানায় সাধারণ ডায়েরি ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী শেখ হাসিনাকে দোটানায় থাকতে দিল ভারত বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, পানিবন্দী ৯ লাখ পরিবার ৮ জেলা বন্যাকবলিত, আরও বিস্তৃত হতে পারে শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানাল জাতিসংঘ ঢাকা শহরকে দূষণমুক্ত ও বাসযোগ্য করতে যুবকদের এগিয়ে আসতে হবে :সৈয়দা রিজওয়ানা হাসান চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বিদায়ী সাক্ষাৎ

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ৬৪ জেলা ও ৪০৬টি উপজেলায় সম্পন্ন

Reporter Name / ১৭২ Time View
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :

দেশের ৬৪ জেলা ও ৪০৬ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
এখাতে ব্যয় হয়েছে প্রায় এক হাজার ১৪৮ কোটি টাকা। ৩৩টি উপজেলায় নির্মাণ কাজ চলমান
রয়েছে। মোট ৪৭০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়া ১৬৪টি স্মৃতিসৌধ
ও ২৩টি জাদুঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৮৬টি স্মৃতিসৌধ ও ৪১টি জাদুঘর নির্মাণ কাজ
চলমান রয়েছে।

আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি
বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভায় আরো জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলমান ৯টি প্রকল্পের অনুকূলে
২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তে বরাদ্দকৃত মোট ৩৪১ কোটি ৫৯ লাখ
টাকার বিপরীতে ফেব্রুয়ারি পর্যন্ত ১৬৫ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হয়েছে যা মোট এডিপি বরাদ্দের
৪৮ দশমিক ৫৫ শতাংশ।

সভায় চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে এডিপি বরাদ্দের বাকি অর্থ ব্যয় নিশ্চিত করার
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী প্রকল্প পরিচালকদের নির্দেশনা দেন। পাশাপাশি, তিনি
প্রকল্পের ক্রয় এবং বাস্তবায়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকল্পের কার্যক্রম
দ্রুততার সাথে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও চেতনা নতুন
প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়);
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ; মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও
স্মৃতি জাদুঘর নির্মাণ; নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ; শহিদ মুক্তিযোদ্ধাসহ
অন্যান্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন; ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে
পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ
নির্মাণ; মুক্তিযুদ্ধকালে শহিদ মিত্রবাহিনী সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ; অসচ্ছল
মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্প; ডেভেলপমেন্ট অভ প্রজেক্ট প্রপোজাল ফর
এস্টাবলিশমেন্ট অভ প্যানোরমা ইন বাংলাদেশ এবং বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের নৌ
কমান্ডো অভিযান ‘অপারেশন জ্যাকপট’ বিষয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রকল্প চলমান
রয়েছে। এছাড়া আরো ৪টি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের
মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক
এস এম মাহবুবুর রহমানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প
পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com