নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন প্রশাসক মো. মাহমুদুল হাসান।
শনিবার (১৪ সেপ্টেম্বর) গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারবাসীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন এবং আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে তিনি এ তাগিদ দেন।
প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করতে এবং প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।