নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগামীকাল রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছে। বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি।