বিশেষ প্রতিনিধি, মাদারীপুর, ১৪ জ্যৈষ্ঠ (২৮ মে) :
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কালকিনি উপজেলার পৌরসভার লামচরী গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান রনির বাগানের বিভিন্ন ধরনের ফলজ গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ পুলিশের এস.আই মিজান ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলার পৌরসভার লামচরী গ্রামের মোঃ সাইফুর রহমান রনির বাগানের লেবু, কলাগাছসহ বিভিন্ন ধরনের ফলজের গাছ কেটে ফেলে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার সকালে বাগানের সব গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে সাইফুর রহমান রনি তখন সালাম হাওলাদার ও তার ভাই সেলিম হাওলাদারকে খবর দেয়। সেলিম হাওলাদার এসে নিজ চোখে দেখে লেবু ও কলা গাছসহ বিভিন্ন ধরনের ফলজ গাছ কেটে বিনষ্ট করেছে। এ ঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন সাইফুর রহমান রনি।
স্বেচ্ছাসেবকলীগ নেতা রনি, পূর্ব পুরুষ থেকে লামচরী মৌজার ওই জমিটি ভোগ দখল করে আসছেন তিনি। এছাড়া রেকর্ড সংক্রান্ত একটি মামলা হলে তাতেও রায় পেয়েছেন রনির পরিবার। এর মধ্যে কোন কথা না থাকলেও সম্প্রতি ওই জমি পুনরায় দাবি করে হুমকি ধামকি দিচ্ছিল
প্রতিপক্ষরা। এনিয়ে একাধিক গ্রাম্য সালিশেও তিনি রায় পেয়েছেন। ফলে প্রতিহিংসা পরায়ন হয়ে গত বৃহস্পতিবার সকাল ১২.৩০ মিনিটে এসআই মিজান মুঠো ফেনে তার স্ত্রী রুবিকে গাছ কেটে ফেলার জন্য হুকুম করেন।
স্বামীর কথাশুনে রুবি ও তার বোনকে নিয়ে গাছগুলো কেটে নষ্ট করে। রনির দাবি, জমি নিয়ে দ্বন্দ্ব তারপরও কেন ফলজ গাছগুলি কেটে বিনষ্ট করা হলো। তিনি তার ফল ধরা গাছের ক্ষতিপূরণ ও হামলার তদন্ত করে বিচার দাবি করেন।
অভিযুক্ত এসআই মিজানের স্ত্রী রুবি বেগম ফলজ গাছ কাটার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন তবে তাদের বিরুদ্ধে আনা অনেক অভিযোগকে মিথ্যা দাবি করে বলেন, জমির মালিক বাড়াবাড়ি করার কারনে ফলজ গাছ কেটে দখল নিয়েছেন মাত্র, কোন স্থায়ী গাছ কাটা হয়নি। জমিটি তাদেরই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত (ওসি) নাসির উদ্দিন বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।