ভোলা প্রতিনিধি, ১৩ জ্যৈষ্ঠ (২৭ মে) :

প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান” নৌ-নিরাপত্তায় রাখবে অবদান’ শ্লোগানকে সামনে রেখে নৌ-নিরাপত্তা সপ্তাহ- ২০২২ পালন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোলা নদী বন্দরে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিকের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের উপ-পরিচালক মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। এছাড়াও  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, চরসামাইয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর, ইলিশা ঘাটের ইজারাদার সরোয়ার্দি মাষ্টার ভেদুরিয়া স্পিড বোড ঘাটের সভাপতি মোসলেউদ্দিন পাটোয়ারীসহ নৌযানের শ্রমিক এবং শ্রমিক নেতারা সভায় বক্তব্য রাখেন।

সভায় আলোচকরা নৌপথের নিরাপত্তা বাড়াতে সচেতনতাবৃদ্ধির পাশাপাশি মাস্টার-ড্রাইভারসহ অন্যান্যদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here