ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :

রাজধানীর জুরাইনে মোটরসাইকেল আরোহী এক দম্পতির সঙ্গে কথা-কাটাকাটির জেরে ট্রাফিক সার্জেন্টসহ পুলিশ সদস্যদের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনায় ৪৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) রাতে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাড়ে ৪০০ জনের বিরুদ্ধে শ্যামপুর থানায় এ মামলা দায়ের করেন ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন।

এর আগে, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন-মোটরসাইকেল চালক সোহাগ-উল ইসলাম রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভূঁইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভূঁইয়া। ইতোমধ্যে এই তিন আসামিকে গ্রেফতারও করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here