নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাস থেকে এই ভয়ঙ্কর মাদক উদ্ধার করা হয়।
বিজিবি ৮ম ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ক্রিস্টাল আইস উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পাবনা থেকে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী পরিবহনের একটি বাস চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তল্লাশি চালায়। এই সময় বাসের ভেতর যাত্রীদের মালামাল রাখার স্থানে একটি ব্যাগে এক কেজি পরিমাণ ক্রিস্টাল মেথ পাওয়া যায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের ৫ যাত্রীকে আটক করা হয়েছে। তবে তাদের কেউ এখনও এই ব্যাগের মালিকানা স্বীকার করেনি। জিজ্ঞাসাবাদ চলছে।