বিস্ফোরণের পর পুরো এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা ১২ ঘণ্টার হরতাল চলছে। এর মধ্যেই দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমার কাজ চলছিল। একইসঙ্গে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ।
দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম জানান, শেষ দিনে এখন পর্যন্ত ৫৩টি মনোনয়ন ফরম জমা পড়েছে।