নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) সকাল ৯টার দিকে জেলা শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকালে বাদল রহমানের মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
নিহত বাদলের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানান, তার ছোট ভাইকে যারা হত্যা করে পুকুরে ফেলে দেওয়া যায়। তিনি তাদের সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি মাথায় রেখে সুষ্ঠ তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।