বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর শিডিউলে বৃহস্পতিবার ব্যক্তিগত সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় গমন এবং শুক্রবার প্রত্যাবর্তনের তথ্য আছে। তবে কোনো কর্মসূচি বা যাতায়াতের সময় নির্ধারিত নেই।
সূত্র আরও জানায়, শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকায় যাবেন মূলত নির্বাচনে তার মনোনয়ন বৈধ হওয়ায় বাবার কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করবেন। পাশাপাশি ঘরোয়াভাবে নির্বাচনী এলাকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাচনী কৌশল ও কর্মপন্থা নিয়ে পরিকল্পনা এবং নির্দেশনা দেবেন।