মো: সাইফুল ইসলাম, কক্সবাজার
মহেশখালী সরকারি মহিলা কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মহেশখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক।
মহেশখালী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মকছুদ আহমদের সভাপতিত্বে ইংরেজি বিষয়ের প্রভাষক উকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন বরণ ও ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক সরওয়ার কামাল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ ইউনুচ, অর্থনীতি বিষয়ের প্রভাষক মিজানুর রহমান, যুক্তি বিদ্যা বিষয়ের প্রভাষক হোসনে আরা, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক খালেদা বেগম। উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোকাররমা খানম, সহকারী অধ্যাপক লাইলুন নাহার, রসায়ন বিজ্ঞান বিষয়ের প্রভাষক আমান উল্লাহ, গণিত বিষয়ের প্রভাষক জাফর আলম, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মিঠু চন্দ্র পাল, আইসিটি বিষয়ের প্রভাষক আবু হানিফ, উৎপাদন ব্যবস্থা পনার প্রভাষক শাজিয়া আফ্রিন নাজমা,শরীর চর্চা শিক্ষক শাহেনা আক্তার, প্রদর্শক গিয়াস উদ্দিন, আবু কাইছার, সহকারী গ্রন্থগারিক শওকত মোবারক কোখন, অফিস সহকারী নজরুল ইসলাম, সহ জাফর, ইকরাম, মমতাজ বেগম সহ শিক্ষার্থীরা। নতুন শিক্ষার্থীদের বরণ করতে মহেশখালী সরকারি মহিলা কলেজের অডিটোরিয়াম নতুন রুপে সেজেছে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।