বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

জাতীয় নির্বাচন পি আর পদ্ধতির দাবী -উত্তরা গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই

প্রতিবেদক
Admin
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

ক্রাইম ফোকাস :

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন, যারা ৫৪ বছর দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের স্বৈরাচার ও দুঃশাসনের কারণে হাজারো মায়ের কোল খালি হয়েছে। চাঁদাবাজ তৈরি হয়েছে। পাথর মেরে মানুষ হত্যা করেছে। তাদেরকে আর ক্ষমতার মসনদে দেখতে চায় না। কোন চাঁদাবাজ, স্বৈরাচার, টাকা পাচারকারী যেন আর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে  সেজন্য জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তার জন্য রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার দৃশ্যমান বিচার সুনিশ্চিত করতে হবে। জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করাই জুলাই যোদ্ধাদের সাথে সুবিচার।

আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার বিকাল ৩ টায় উত্তরা-আজমপুর, শহীদ মীর মুগ্ধ মঞ্চ চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা জোন এর উদ্যোগে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে  বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল যারা জুলাই বিপ্লবে সরাসরি রাজনৈতিক ব্যানারে প্রোগ্রাম করে জাতিকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। আজকে সারাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যার প্রতিফলন ঘটেছে ঢাকসু ও জাকসুর নির্বাচনে

ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মুফতী মোঃ মাছউদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার, কারাবরণকারী সাবেক ছাত্রনেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মুফতী মোঃ মাছউদুর রহমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, জনাব মোঃ মাসুম বিল্লাহ,মোঃ আবু হানিফ, আবু জাফর আলম, আলাউদ্দিন সাবেরী, আলহাজ্ব ফরিদ উদ্দিন দেওয়ান, মাওলানা খলিলুর রহমান আলওয়াইসি,মিজানুর রহমান, জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে আলহাজ্ব আনোয়ার হোসেনকে ঢাকা-১৮ আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তার হাতে হাতপাখা তুলে দেন।

সর্বশেষ - জাতীয়