ঢাকা, ১৫ ই জানুয়রী :

১৪ জানুয়ারি শুক্রবার এইচ আর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য পরিচালকের নিজের। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খানসহ অনেকে।

নির্মাতা বলেন, ‘করোনার কারণেই ‘ছিটমহল’ মুক্তিতে দেরি হলো। এতে আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি ভালো গল্পের সিনেমা উপহার দেবো বলে। আশা করি কেউ নিরাশ হবেন না। তাই বলবো হলে আসুন সিনেমাটি দেখুন।’

ছবিসংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার থেকে ৫টি প্রেক্ষাগৃহে দেখা যায় ‘ছিটমহল’। এর মধ্যে ব্লকবাস্টার ( যমুনা ফিউচার পার্ক ) , সুগন্ধ্যা (চট্রগ্রাম), শংখ (খুলনা), সিনে স্কোপ (নারায়ণগঞ্জ), বৈশাখী (রাজবাড়ির) কালুখালীতে দর্শক ছবিটি দেখতে পারবেন।

সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। এতে আরও অভিনয় করেছেন মীরাক্কেলের সজল, ডন হক, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী ও পরিচালক নিজেই।

সিনেমাটি প্রযোজনা করেছে কমন হোম এটাচার। এটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here