ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি):

কম্পিউটারে বাংলা প্রচলনের পথিকৃত প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদের মৃ্ত‌্যুতে গভীর
শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ শোকবার্তায় কম্পিউটারে বাংলা প্রচলনে মরহুম সাইফুদ্দাহার শহীদের অবদান
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, যত দিন প্রযুক্তিতে বাংলা ব‌্যবহৃত হবে ততদিন তিনি চির
জাগরূক থাকবেন।

মোস্তাফা জব্বার বলেন, ১৯৮৪ সালের জানুয়ারি মাসে অ্যাপল কম্পিউটার ম্যাকিন্টোস
কম্পিউটার বাজারজাত করার পর সাইফুদ্দাহার শহীদ লন্ডনে বসেই ম‌্যাক অপারেটিং সিস্টেম
এবং ম‌্যাক রাইট সফটওয়্যারের  বাংলা অনুবাদ করেন ও একটি বাংলা ফন্ট তৈরি করেন। এই
উদ্ভাবনকেই তিনি শহিদলিপি নামে বাজারজাত করেন। মন্ত্রী তাঁর মৃত‌্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে
বলে মন্তব্য করেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের
প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here