১৫ চৈত্র (২৯ মার্চ) :

ইউক্রেন সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ।

এতে আন্তর্জার্তিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার ও ইউরো দিয়ে মূল্য পরিশোধ নিয়ে বিপাকে পড়েছে রাশিয়া।

এরপর ইউরোপ গ্যাস রফতানির ক্ষেত্রে ক্রেতা দেশগুলোর প্রতি রুশ মুদ্রা ‘রুবল’ এ মূল্য পরিশোধের আহ্বান জানায় রাশিয়া। কিন্তু জি-৭ভুক্ত দেশগুলো রাশিয়ার এই সিদ্ধান্ত মানতে নারাজ।
এতে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়ার। দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “মস্কো তাদেরকে ফ্রিতে গ্যাস দেবে না।”

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো রুবলে রাশিয়ান গ্যাস রফতানির জন্য অর্থ প্রদান করতে অস্বীকার করলে কীভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে যদিও রাশিয়া এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে মনে রাখা উচিত মস্কো এই মহাদেশে বিনামূল্যে জ্বালানি সরবরাহ করবে না।

তিনি আরও বলেন, “আমরা বিনামূল্যে গ্যাস সরবরাহ করতে যাচ্ছি না, এটি পরিষ্কার। বর্তমান পরিস্থিতিতে দাতব্য কাজ করা অসম্ভব এবং অযৌক্তিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here