নীলফামারী (সৈয়দপুর), ৪ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের
ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম কমে এসেছে। আন্তর্জাতিক
বাজারে মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে কিছু পণ্যের উপর এর প্রভাব পড়ছে। বাণিজ্য মন্ত্রণালয়
টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক সেলে বিক্রয় অব্যাহত রেখেছে।
আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবির মাধ্যমে দেশের এককোটি তালিকাভুক্ত মানুষকে
সাশ্রয়ীমূল্যে খাদ্যসামগ্রী প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আজ নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি.
এর উদ্যোগে যাত্রীদের জন্য স্থাপিত এয়ার লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দেশ দ্রুতগতিতে
এগিয়ে যাচ্ছে। মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। মানুষ উন্নত সুযোগ-সুবিধা ভোগ করতে চায়।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। দেশের
উত্তরাঞ্চল একসময় অবহেলিত ও দরিদ্র এলাকা নামে পরিচিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার
বিশেষ উদ্যোগের ফলে এ এলাকার মানুষের জীবনমানের পরিবর্তন এসেছে। ব্যবসা-বাণিজ্যের
উন্নতি হচ্ছে। দেশের উত্তরাঞ্চল এখন ঘুরে দাঁড়িয়েছে। একসময় সৈয়দপুর বিমানবন্দরে কোনো
বিমান আসতো না, যাত্রী ছিল না। আজ সে বিমানবন্দরে দিনে ১৬টি ফ্লাইট যাতায়াত করছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটি ১৬তম এয়ার
লাউঞ্জ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারীর সংসদ সদস্য আহসান আদেলুর
রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান মোঃ হেদায়েত উল্লাহ খান, ব্যাংকের
প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান,
নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল, নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ
মোখলেসুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here