ঢাকা,৭ মার্চ,সোমবার:

বিশ্ব ব্যংকের প্রতিনিধিদের সাথে পানি সম্পদ প্রতি মন্ত্রীর জাহিদ ফারুক এর বৈঠক। বৈঠকে বাংলাদেশের পানি সম্পদ উন্নয়ন,নদী খনন, ভাঙ্গন প্রতিরোধে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। বৈঠকে প্রতিনিধিগণ প্রতিমন্ত্রীর সততা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

আজ রাজধানীর পানি ভবনে নদী ব্যবস্থাপনা যমুনা নদীর উজানে দুটি খাল খনন বিষয়ে আলোচনা হয়।

যমুনার পানির স্তর সবচেয়ে নিম্ন। প্রতি বছরই শীতকালে পানির প্রবাহ কমে আসছে। এছারা এই নদীর গভিরতা ও প্রশস্ততাও  কমে গেছে ফলে বর্ষার সময় ১৫ থেকে ২০ কি. মি. পর্যন্ত প্লাবিত হয় জনান প্রতিনিধিগণ।

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের মাধ্যে ছিলেন বিশ্ব ব্যাংকের Country Director, Ms. Mercy Miyang Tembon, Practice Manager, Water Global Practice Ms. Sumila Gulyani; ATM Khaleduzzaman, Sr. Water Management Specialist, and  Ms Moutushi Islam, Consultant বিশ্ব ব্যাংক, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here