ঢাকা, ২ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, যে কোনো
দুর্যোগে যথাযথ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস করে জনগণের জানমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে দুর্যোগে ঝুঁকি হ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান
কৌশল হওয়া উচিত।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্‌ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিস এর
শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রমের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ
আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এবং অতিরিক্ত সচিব রণজিৎ কুমার সেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাকৃতিক দুর্যোগ
মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নীতি ও
পরিকল্পনায় ইতোমধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত হয়েছে। সকল ধরনের দুর্যোগের
প্রস্তুতিতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। জনগণের আর্থসামাজিক উন্নয়নের গতি
ত্বরান্বিত করতে এবং মুজিববর্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দুর্যোগ প্রস্তুতিমূলক
পদক্ষেপে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে।

উল্লেখ্য, এই ইন্টার্নশিপ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্‌ ডিজাস্টার
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীগণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ
ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, তথ্য
সংগ্রহ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে
প্রতিবেদন তৈরি ও উপস্থাপন করেন। মূলত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মাঠ পর্যায়ে
বাস্তবায়িত ও চলমান কার্যক্রম সম্পর্কে ধারণা, বিভিন্ন দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা
সম্পর্কে ধারণার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সক্ষমতা তৈরি করা, প্রাকৃতিক সম্পদের
টেকসই ব্যবহার, অভিযোজন এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পর্যাপ্ত মানবসম্পদ
উন্নয়নে ইন্টার্নশিপ কার্যক্রম ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here