চট্রগ্রাম, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চলতি বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হবে বলে আশা করা
হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের রপ্তানি হবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের
প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। তিনি দেশের রপ্তানি বৃদ্ধিতে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা
রাখার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী গতকাল চট্রগ্রামের পলোগ্রাউন্ডে চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘২৯তম চট্রগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’ এর
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি শক্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। দেশের
অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবসায়ীদের ভূমিকা অনেক বেশি। বাংলাদেশ আজ পাকিস্তান থেকে
সকল সূচকে এগিয়ে আছে, এমনকি ভারতের চেয়েও প্রায় ৭টি সূচকে এগিয়ে আছে। দেশের ব্যবসা-
বাণিজ্যের জন্য চট্রগ্রাম খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে টিপু মুনশি জানান, সরকার চট্রগ্রামকে
অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য
ইতোমধ্যে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে, আরো কাজ চলমান আছে।

অনুষ্ঠানে চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মো. মাহবুবুল
আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এবং চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাষ্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট এম এ লতিফও, চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো.
রেজাউল করিম চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here