আম্মান (জর্ডান), ১৩ মে :

জর্ডানে বাংলাদেশ দূতাবাস জর্ডানের পোশাক মালিকদের সংগঠন (JGATE), পোশাক
কারখানার মালিক, নিয়োগকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সেমিনারের আয়োজন করে।

দূতাবাসের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। JGATE –এর চেয়ারম্যান, সিইও, পরিচালনা
পর্ষদের সদস্য, বিভিন্ন পোশাক কারখানার মালিক ও তাদের প্রতিনিধি এবং নিয়োগকারীগণ
সেমিনারে অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, জর্ডানে বাংলাদেশি পোশাক শ্রমিকরা বাংলাদেশ ও
জর্ডানের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে বাংলাদেশেও জর্ডানের শ্রম বাজার সম্পর্কে
একটি উন্নত ধারণা তৈরি হয়েছে। তিনি কোভিডকালীন জর্ডান থেকে একজন শ্রমিককেও
বাধ্যতামূলক ফেরত না পাঠানোর বিষয়ে দূতাবাসের অনুরোধ রক্ষা করায় কোম্পানিগুলোকে ধন্যবাদ
জানান। তিনি আরো বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ শ্রমবাজার সম্প্রসারণে
বাংলাদেশ বদ্ধপরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here