ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি) :

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার
মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রাস্টের
প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেনের পরিচালনায় এ
বৈঠকে ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় ট্রাস্টের তহবিল গঠনে
‘সিড মানি’ সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য প্রেষণে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের
বিষয়ও আলোচনায় স্থান পায়।

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সুবর্ণা মুস্তাফা এমপি, মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোঃ মিজান-উল-আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের
মহাপরিচালক-২ মোঃ আজিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
(প্রশাসন) হাসনা জাহান খানম, অর্থ বিভাগের যুগ্মসচিব ফাতেমা রহিম ভীনা, বিশিষ্ট সাংস্কৃতিক
ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান
সোহান, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন সভায় অংশ নেন।
উল্লেখ্য, টেলিভিশন অভিনয় শিল্পীরাও এই ট্রাস্টের আওতাভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here