৮ চৈত্র (২২ মার্চ) :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে যেকোনো সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোট করতে হবে।

তিনি বলেন,দেশের নিরাপত্তার নিশ্চয়তার সঙ্গে সম্পর্কিত যেকোনো সাংবিধানিক পরিবর্তনের সিদ্ধান্ত তিনি একা নিতে পারেন না, একটি গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।

সোমবার ইউক্রেনের সরকারি গণমাধ্যম সাসপিলনে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর জন্য রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা অন্তত পাঁচ দফা বৈঠকে বসেছেন।যুদ্ধ বন্ধে ইউক্রেনের বিচ্ছিন্ন কয়েকটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিসহ বেশ কয়েকটি শর্ত জুড়ে দিচ্ছে রাশিয়া।

জেলেনস্কির কাছে সাংবাদিক জানতে চান— রাশিয়ার সঙ্গে তিনি কী পরিমাণ সমঝোতা করতে প্রস্তুত। এ প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আলোচনায় না বসলে তিনি বুঝতে পারছেন না, যুদ্ধে বন্ধে তাদের কি কি দাবি রয়েছে।

জেলেনস্কি আরও বলেন, তিনি নিজে এখনো রাশিয়ার কোনো প্রতিনিধির সঙ্গে দেখা করেননি। তবে তার দেশের প্রতিনিধি যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদেরকে বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হলে গণভোটে আয়োজন করতে হবে। তার ভাষায়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যা সংসদের মাধ্যেমে এবং ইউক্রেনের জনগণ সিদ্ধান্ত নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here