রংপুর, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে। কৃষকের
ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। দেশে রপ্তানি আয়
দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা
নির্ধারণ করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন,
ব্যবহার ও রপ্তানি বিষয়ে সজাগ রয়েছে।

বাণিজ্যমন্ত্রী আজ ‘অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট’ এবং ‘নোটারি ক্লাব অভ
উত্তরা’র উদ্যোগে রংপুর সার্কিট হাউজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধান
অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে বেশ
কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় একশ কোটি টাকা ব্যয়ে রংপুরে ক্যান্সার হাসপাতাল
নির্মাণ এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এর চিকিৎসা সেবার মান বাড়ানোর উদ্যোগ
নেয়া হয়েছে। এ ছাড়া অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট রংপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০
বেডের ক্যানসার হাসপাতাল প্রকল্প-রংপুর বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে
সহযোগিতা প্রদান করছে ঢাকার নোটারি ক্লাব উত্তরা। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত
করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে এসেছে।

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশের নিত্যপ্রয়োজনীয়
পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। ভোক্তা যাতে প্রতারিত না
হন, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভোজ্যতেল, ডাল,
চিনি, পেঁয়াজ এর মতো আমদানিনির্ভর পণ্য যাতে সঠিক মূল্যে বিক্রয় হয় সেজন্য সরকার
নজরদারি জোরদার করেছে।

এর আগে বাণিজ্যমন্ত্রী ‘অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট’ এর ক্যানসার হাসপাতাল
নির্মাণ কাজ পরিদর্শন করেন।

‘নোটারি ক্লাব অভ উত্তরা’র প্রেসিডেন্ট জুলহাস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিফ আহসান, উপপুলিশ কমিশনার
(ক্রাইম) মারুফ হাসান, রংপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. বিমল চন্দ্র
রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here