৯ বৈশাখ (২২ এপ্রিল):

আমেরিকার বেশ কয়েকজন কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিরা আর কখনও রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব মার্কিন নাগরিকের নামের তালিকা প্রকাশ করেছে।
তালিকায় রয়েছেন-মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, উপ প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিক্‌স এবং পেন্টাগন মুখপাত্র জন কিরবিসহ আরো ২৫ জন অর্থাৎ মোট ২৯ মার্কিন নাগরিকের নাম রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “এসব ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য রুশ ফেডারেশনে প্রবেশ করতে পারবেন না।”

এর আগে রাশিয়া ‘উগ্রপন্থী প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে মার্ক জাকারবার্গের মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম রাশিয়ায় নিষিদ্ধ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here