নিজস্ব প্রতিবেদকঃ
বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।
বন্যায় কুমিল্লায় ৪জন, কক্সবাজারে ৩জন, চট্টগ্রামে ২জন, ফেনীতে একজন, নোয়াখালীতে একজন, লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মানুষ মারা গেছেন।
মো. কামরুল হাসান বলেন, দেশে ১১টি জেলা বন্যাকবলিত। জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে তিনি আরও বলেন, জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। আর ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী। মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
- দেশের স্বার্থ রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় আমরা এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য, চীনের সাথে যৌথভাবে তিস্তা প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা উচিত। এর জন্য আমাদেরকে আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রকল্প বাস্তবায়নে দৃঢ় মনোভাব নিয়ে কাজ করতে হবে।
বর্তমান প্রলয়ংকরি বিধংশী চলমান বন্যার কারন ইতিমধ্যেই আমরা দেশবাসী জেনেছি। আর কারো দ্বারা কোনরূপ প্রভাবিত না হয়ে এখনই আমাদের কাজ শুরু করতে হবে। বার বার আমাদের ঘর পোড়ার মধ্যে আলু পোড়া কে দিয়েছে তা দেশের আমজনতা দেখেছে।আমাদের শত্রু কিংবা মিত্র বাস্তবে প্রমাণিত। যতদুর জানি চীন তিস্তা প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে। কিন্তু ইন্ডিয়ান দালাল শেখ হাসিনা তার অন্ধ ইন্ডিয়া পিরিতের কারণেই ইন্ডিয়ার অনুকূলে উক্ত প্রকল্প নিয়ে ছিনিমিনি শুরু করে। বর্তমান দেশ প্রেমিক বিপ্লবি সরকারের কাছে আকুল আবেদন নিজেদের বাঁচার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এখুনি মানে এখুনি, বিন্দুমাত্র সময় নষ্ট না করে চীনের সাথে যৌথ ভাবে তিস্তা প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করুন। এখন থেকে ইন্ডিয়া আউট, কমপ্লিট আউট। ইন্ডিয়া বয়কট কমপ্লিট বয়কট।
বন্যা আক্রান্ত জেলায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো মুসলমান হিসেবে আমাদের ঈমানী দায়িত্ব। সেই লক্ষ্যে দেশের সকল নাগরিকের এক দিনের আয়ের টাকা যেমন রিকশা, অটোরিকশা, সিএনজি, ওবার, বাস, ট্রাক ইত্যাদি পরিবহনের এক দিনের আয়ের টাকা, দেশের সকল সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরি জীবিতদের এক দিনের বেতনের টাকা দেয়ার জন্যে আমি মানবজমিন পত্রিকার মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করছি সেই সাথে বিষয়টি ফেসবুকে প্রকাশ করার জন্য মানবজমিন কতৃপক্ষকে অনুরোধ করছি