আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন সামরিক বাহিনী তাদের উন্নত ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা-থাড ইসরায়েলে মোতায়েন করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার (২১ অক্টোবর) ইউক্রেনে সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লয়েড অস্টিন জানান, দ্রুতই এটিকে ইসরায়েলে পাঠাতে সক্ষম হয়েছে তারা। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অস্টিন। খবর রয়টার্স।
অস্টিন বলেন,থাড সিস্টেমটি ইসরায়েলে স্থাপন করা হয়েছে। তবে এটি কার্যক্রম শুরু করেছে কিনা তা জানাননি তিনি। বলেছেন, এটি খুব দ্রুত কার্যকর করতে পারি। আমরা আমাদের প্রত্যাশার সাথে তাল মিলিয়ে এগোচ্ছি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রায় ১০০ মার্কিন সেনার সঙ্গে থাড মোতায়েনের উদ্দেশ ইসরায়েলকে রক্ষা করা।
এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের যুদ্ধের আশঙ্কা রোধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহকে সমর্থন যোগায় এমন একটি ব্যাংকের কয়েকটি শাখায়ও হামলা করা হয়েছে। এর মধ্যে বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আইডিএফের দাবি, ওই প্রতিষ্ঠানগুলো হিজবুল্লাহকে অর্থায়নকারী সংস্থার সাথে যুক্ত।
আইডিএফের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ হামলা লাইসেন্সবিহীন গ্রে-মার্কেট ব্যাংকের শাখাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা হিজবুল্লাহর নগদ অর্থের অন্যতম বড় উৎস।
|