নিজস্ব প্রতিবেদকঃ
দেশের মাটিতে শেষ টেস্ট খেলার উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব আল হাসানে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে সেখান থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তার। কিন্তু পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে তাকে ফ্লাইট বাতিল করার পরামর্শ দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার একটি ‘জুম মিটিং’ করে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেয় বিসিবি। বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব। বিসিবি জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ দেশে ফেরার জন্য বিসিবির সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে সাকিবকে। এ ব্যাপারে সাকিব আল হাসান এক হোয়াটসঅ্যাপ বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি নিশ্চিত নন পরবর্তী গন্তব্য কোথায় হবে। তবে আপাতত দেশে ফিরছেন নাহ।
নিরাপত্তার কথা ভেবেই সাবেক এই অধিনায়ককে দেশে ফিরতে না করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই এক অর্থে, কানপুরে ভারতের বিপক্ষে টেস্টই সাকিব আল হাসানের সাদা পোশাকে শেষ ম্যাচ।