নিজস্ব প্রতিবেদকঃ
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বুধবার বিকেল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
বৃহস্পতিবারও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ফলে রাজধানীর শাহবাগ, শান্তিনগর, মিরপুর, মতিঝিলসহ বিভিন্ন এলাকার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে।
খুব ভারি বৃষ্টি না হলেও সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক জায়গায় সময়মত যানবাহন পাওয়া যায়নি। যানবাহন পেলেও বেশি ভাড়া গুণতে হয়েছে।
সকালে রাজধানীর বসিলা থেকে তেজগাঁও অফিসের উদ্দেশে রওনা হন অনিক হোসেন। তিনি বলেন, বৃষ্টির কারণে অনেক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঠিকমত পাবলিক পরিবহন পাওয়া যাচ্ছে না। আর রিকশাতে অনেক বেশি ভাড়া চাচ্ছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতেই ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে করে আগামী দু–তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।