নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য প্রায় ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট আজরা জেয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রোহিঙ্গা-সংকট বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উচ্চ স্তরের এক বৈঠকে অংশগ্রহণের পর বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট আজরা জেয়া রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দানকারী দেশ বাংলাদেশকে প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছেন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ১৯৯ মিলিয়ন ডলারের মধ্যে ৭০ মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস ও মাইগ্রেশন (পিআরএম) এবং সহায়তা সংস্থা ইউএসএইড দিচ্ছে ১২৯ মিলিয়ন ডলার, যার মধ্যে, ৮০ মিলিয়ন ডলার দিয়ে ইউএসএইড মার্কিন কৃষকদের কাছ থেকে খাদ্যপণ্য কিনে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের মধ্যে বিতরণ করবে।
স্টেট ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মার্কিন সহায়তা দুর্গতদের জীবন রক্ষার পাশাপাশি সহিংসতা ও নিপীড়ন থেকে পালাতে বাধ্য হওয়া ব্যক্তিদের সুরক্ষা, আশ্রয় এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে। এ ছাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্যোগ প্রস্তুতি, উদ্বাস্তু ও আশ্রয়দানকারী এলাকার মানুষের জন্য সুরক্ষাব্যবস্থা এগিয়ে নেওয়া, শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ জোরদার করা এবং উপযুক্ত পরিবেশে শরণার্থীদের নিজ দেশে ফেরার জন্য প্রস্তুত করতেও এই অর্থ ব্যয় করা হবে।
উল্লেখ্য, মার্কিন সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৫০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশ পেয়েছে ২১০ কোটি ডলার। সংবাদ বিজ্ঞপ্তিতে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং এই অঞ্চলের সংকটপীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্যান্য দাতাগোষ্ঠীকে তাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।