সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবিসি চ্যানেলের পরিচালক ও তার পরিবারের নামে মিথ্যা সংবাদ প্রচার:থানায় সাধারণ ডায়েরি ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী শেখ হাসিনাকে দোটানায় থাকতে দিল ভারত বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, পানিবন্দী ৯ লাখ পরিবার ৮ জেলা বন্যাকবলিত, আরও বিস্তৃত হতে পারে শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানাল জাতিসংঘ ঢাকা শহরকে দূষণমুক্ত ও বাসযোগ্য করতে যুবকদের এগিয়ে আসতে হবে :সৈয়দা রিজওয়ানা হাসান চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বিদায়ী সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় কৃষক আখতারুজ্জামান (৭১) হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনকে গতকাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন। এছাড়াও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৬), মৃত আব্দুল গফুরের ছেলে তিন ছেলে আসাদ মিয়া (৩৯), কাশেম মিয়া (৫১) ও ফালান মিয়া (৪৬)। অপর তিনজন হলেন আবুল কাশেমের ছেলে এনামুল হক (২১), আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া (২৬) এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ (২৮)।

রায় ঘোষণার সময় আসামি আল আমিন ও এনামুল হক ছাড়া অন্য পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে চরকাওনা নতুন বাজারে থেকে বাড়ি ফেরায় পথে রিয়াজ উদ্দিনের বাড়ির পূর্ব পার্শ্বের কালভার্টের পৌঁছা মাত্রই পূর্ব থেকে উৎপেতে থাকা আসামিরা রামদা, কিরিছ, লোহার রড, লাঠিসোটা দিয়ে নিহত কৃষক আখতারুজ্জামানকে রক্তাক্ত জখম করে।

পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। পরদিন ২৮ ডিসেম্বর সকালে অবস্থা অবনতি হলে কর্তবরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে ২৮ ডিসেম্বর তার স্ত্রী আশরাফুন্নাহার বাদি হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া থানার তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম সাতজনকেই অভিযুক্ত করে চার্জশিট দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন ম. সালেহীন সিদ্দিক।

তুষার চন্দ্র রায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com