সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবিসি চ্যানেলের পরিচালক ও তার পরিবারের নামে মিথ্যা সংবাদ প্রচার:থানায় সাধারণ ডায়েরি ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী শেখ হাসিনাকে দোটানায় থাকতে দিল ভারত বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, পানিবন্দী ৯ লাখ পরিবার ৮ জেলা বন্যাকবলিত, আরও বিস্তৃত হতে পারে শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানাল জাতিসংঘ ঢাকা শহরকে দূষণমুক্ত ও বাসযোগ্য করতে যুবকদের এগিয়ে আসতে হবে :সৈয়দা রিজওয়ানা হাসান চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বিদায়ী সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

হঠাৎ আন্দোলনস্থলে হাজির মমতা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন দেব

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

গত ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এরপর অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং নিরাপত্তার দাবিতে উত্তপ্ত হয়ে উঠে গোটা পশ্চিমবঙ্গ। একাধিক দাবি নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা।

আজ (শনিবার) হঠাৎ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি মঞ্চে গিয়ে মমতা বলেন, ‘মুখ্যমন্ত্রী নয়, বড় দিদির মতো এসেছি।আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি।গত ৩৪ দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমোইনি। কারণ, আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করব।’

মুখ্যমন্ত্রীর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থলে উপস্থিতির খবর শোনা মাত্রই সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানালেন সংসদ সদস্য, প্রযোজক ও অভিনেতা দেব।

মুখ্যমন্ত্রীর উদ্দেশে দেব লিখেছেন, ‘আগেও দেখেছি, আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন।’

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেব। তিনি লেখেন, ‘দিদি, আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য’

আন্দোলন মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যেমন আশার আলো দেখিয়েছে জুনিয়র চিকিৎসকদের, একইভাবে আশাবাদী দেবও।তাই তিনি লিখলেন, ‘আশা করছি, শান্তি, ন্যায়, সম্মান— সব ফিরে আসুক।’

আরজি করকাণ্ডের প্রথম থেকে সরব দেব।শুরুতে তিনি বিদেশে ছিলেন। সেখান থেকে তার প্রথম পদক্ষেপ, আগামী ছবি ‘খাদান’-এর টিজ়ারমুক্তি পেছানো।১৪ অগস্ট প্রথম রাত দখলের ঘোষণা। সে দিন দেবের ছবির টিজ়ার মুক্তির কথা ছিল। স্বাধীনতা দিবসের আগের রাতে তরুণী চিকিৎসকের নির্যাতন-মৃত্যু প্রত্যেককে পথে নামিয়েছিল। সেই অনুভূতি ছুঁয়ে গিয়েছিল তাকেও। দেশে ফিরে আর্টিস্ট ফোরামের ডাকা সমাবেশ মঞ্চে প্রথম প্রকাশ্যে বক্তব্য দেন দেব।সেখানে তিনি বলেছিলেন, ‘সবার মতো আমিও অপরাধী বা অপরাধীদের কঠোরতম শাস্তি চাইছি। এমন শাস্তি, যা বাকিদের ভয় পাইয়ে দেবে। এ রকম ঘৃণ্য কাজ করার আগে অভিযুক্ত দ্বিতীয়বার ভাববে।’ পাশাপাশি তিনিও শাস্তি হিসেবে ফাঁসির কথা বলেন।তিনি এও বলেন, মেয়েকে নয়, এখন ছেলেদের ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’ শেখাতে হবে।

শুক্রবার ছিল তার আসন্ন দুর্গাপূজার ছবি ‘টেক্কা’র ট্রেলার মুক্তি। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে দেবের সঙ্গে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা দত্তসহ একঝাঁক খ্যাতনামী অভিনেতা। অতিথি চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। প্রচারে এসে দেব এদিনও বলেন, ‘আমরা কেউ চাই না, আমাদের রাজ্যে ও দেশে কখনও আরজি করের মতো ঘটনার পুনরাবৃত্তি হোক। প্রত্যেক নারী যেন স্বাধীনভাবে নিজের মনের মতো করে বাঁচতে পারেন, এটাই চাই।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com