বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হতে যাচ্ছেন তামিম ইকবাল-ক্রমেই জোরালো হচ্ছে এ গুঞ্জন। যদিও বিসিবি পরিচালক হওয়ার পথ বেশ দীর্ঘ। সে পথে এখনো যাত্রাই শুরু করেননি তামিম। সে পথে যাত্রা করতে হলে সবার আগে তাকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হবে।
তাই তো শনিবার (১৪ সেপ্টেম্বর) তামিমের বোর্ড পরিচালক হওয়ার গুঞ্জনের বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আপাতত সে খেলোয়াড়। অবসর নিয়েছে নাকি সে (তামিম)?’
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে মিরপুরের মাঠ পরিদর্শন ও বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিসিবিতে ফারুক আহমেদের সঙ্গে ভারত সফরে ডাক পাওয়া ক্রিকেটারদের সঙ্গে তামিমের দেখা করার ফলে অনেকেই ধারণা করেন, হয়ত শিগগিরই বিসিবিতে কোন প্রশাসনিক ভূমিকায় দেখা যেতে পারে তামিমকে।
তবে বৃহস্পতিবার বিসিবির ওই বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে জানতে চাইলে বিষয়টি খোলাসা করেছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ। তিনি বলেন, ‘তামিম এসেছিল আমার সাথে দেখা করার জন্য। দ্বিতীয়ত, এখন যেহেতু কঠিন সময় চলছে এতে আমাদের লিগগুলো-বিপিএল কীভাবে সময়মতো হবে সেই নিয়ে আলোচনা হয়েছে ওর সাথে। এ ছাড়া ওদের কিছু প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এর বেশি কিছু না।’