দুর্দান্ত ফর্ম সঙ্গী করে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এখন ভারতকেও ধরাশায়ী করার স্বপ্নে বিভোর নাজমুল হোসেন শান্তরা। তবে ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করছেন, ভারতের বিপক্ষে বাংলাদেশের কোন সম্ভাবনাই নেই।
ভারতের ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আলাপ করেছেন দীনেশ কার্তিক। এ সময় তিনি বলেন, ‘ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে সেটা ঠিক। তবে আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো কঠিন সমস্যা হবে।’
কার্তিক আরও বলেছেন, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের (রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা) পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’
পাকিস্তানও বাংলাদেশকে পেস দিয়ে কুপোকাত করার জাল বুনেছিল। তবে শেষ পর্যন্ত সেই জালে তারা নিজেই ফেঁসেছে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর মতো বিশ্বমানের পেসারদের তুলোধুনো করে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর কানপুরে। এরপর বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি হবে গোয়ালিয়রে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।